Durga Puja : Durga Puja in Kolkata
![]() |
Durga Puja in Kolkata |
কলকাতার দুর্গাপূজা উৎসব,অন্য কথায় বলতে গেলে মানুষের সারা বছরের একঘেয়ে কাজের অবসর ও আনন্দে ভেসে যাওয়ার মুহূর্ত।বিশাল এক সমাগম অপেক্ষা করে আছে 2019 সালের জন্যও। ঢাকে কাঠি পড়ল বলে! যখন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা আত্মীয়-বন্ধু পরিবারের সাথে একত্রিত হয়ে আনন্দের মুহূর্তকে সাজিয়ে তোলে।এই দিনগুলিতে কলকাতার অন্ধকারতম কোণেও আলোর ঝলকানি চোখে পড়বে আপনার।এটি এমন এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা সংস্কৃতিকে নতুন রঙে উদ্ভাসিত করে।কলকাতার দুর্গাপূজা মানেই হাজার খানেক এরও বেশি থিমযুক্ত প্যান্ডেলের নজরকাড়া বিস্ফোরণ এবং একাধিক রূপে দেবী দুর্গার প্রতিমা নির্মাণের সফল উদ্যোগ।ফলে বিশাল সংখ্যক ভিড় টানতে এটি বিশ্বের বৃহত্তম শরতকাল উৎসবে পরিণত হয়। এই ব্লগটি আপনাদের সেই বৃহত্তম উৎসবের একটি ছোট্ট ঝিলিক দেবে।
✓সন্তোষ মিত্র স্কোয়ার:
![]() |
Durga Puja in Kolkata |
সন্তোষ মিত্র স্কয়ারটি 80 বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজোর আয়োজক। কলকাতার শীর্ষ দূর্গাপূজা প্যান্ডেল গুলির কথা বলতে গেলে এটি খুবই জনপ্রিয় নাম।
2017 সালে লন্ডন থিমটি বেছে নিয়ে এই পূজা প্যান্ডেলটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে দেবী দুর্গাকে সাজানো হয়েছিল সেটিংসের মত বাকিংহাম প্রাসাদে। 2018 সালে প্যান্ডেলটিতে প্রায় 10 টন রৌপ্য দিয়ে তৈরি রথ ছিল এবং প্যান্ডেলের উচ্চতা 60 ফুট ছিল এছাড়াও দেবীদুর্গা শাড়িটির ওজন ছিল 30 কেজি সোনার।
এই বছরেও পূজা কমিটি এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে যা প্রচুর ভিড় টানতে পারবে। এই বছর মা কনক-দুর্গা হয়ে আসছেন অর্থাৎ আসল কথায় দেবীর মূর্তি তৈরি হবে আপাদমস্তক 50 কেজি সোনা দিয়ে এবং এর পূজা মণ্ডপ তৈরি হবে ইসকনের মন্দির এর অনুকরণে।
√কলেজ স্কোয়ার:
![]() |
Durga Puja in Kolkata |
কলেজ স্কোয়ার মাঝখানে সুইমিংপুলের জলাশয় এবং তাকে ঘিরে চারিদিকে অপরূপ সুন্দর পার্ক।1948 সালে প্রতিষ্টিত এই পুরো বর্গক্ষেত্রটির দূর্গোৎসবের সময় আলোকসজ্জা দ্বারা সজ্জিত হয়ে গেলে স্থানটি একেবারে স্বপ্নের মত সুন্দর দেখায়।2019 সালে এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ভেতরের থিম হলো রাজপ্রাসাদের ভিতরের অংশের রূপ যার মাঝে থাকবে প্রায় 1500 স্কোয়ার ফুটের একটি ঝাড়বাতি,এবং বাইরের থিম হবে রাজস্থানের উমেদ ভবন প্যালেস।
√হিন্দুস্তান ক্লাব:
![]() |
Durga Puja in Kolkata |
শরৎ বোস রোডে হিন্দুস্তান ক্লাব কলকাতার একটি বিখ্যাত পূজামণ্ডপের প্রতীক হিসাবে খ্যাত।ক্লাবটি হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন থিম গুলির সঙ্গে ঐতিহ্যবাহী ভাবে দুর্গাপূজার জন্য জনপ্রিয়।প্রতিবছরই ক্লাবটি একটি আকর্ষণীয় থিম নিয়ে আসার চেষ্টা করে যা বিশাল সংখ্যক ভিড়কে আকর্ষণ করে।
√কুমারটুলি পার্ক:
![]() |
Durga Puja in Kolkata |
এটি উত্তর কলকাতার অন্যতম কনিষ্ঠ এবং খুবই বিশিষ্ট দুর্গোৎসব, যা দেবী দুর্গার মহিমা আশ্চর্য উপায় প্রদর্শন করে।কুমারটুলি পার্কের প্যান্ডেল পুরনো শিল্প ফ্যাশন এবং মহাকর্ষ স্থাপত্যের একটি সংমিশ্রণ প্রদর্শন করে ভারতীয় সংস্কৃতির প্রতিটি দিকে তুলে ধরে।এখানকার পূজার আরো একটি বিশেষত্ব হলো এখানে দুর্গাপ্রতিমা পেশাদার মৃত্তিকা প্রস্তুতকারকরা তাদের নিপুণ হস্তশিল্পের দ্বারা সৃষ্টি করেন।
উল্লেখযোগ্য, কুমারটুলির এই কুমোর দ্বারা তৈরি দেবী দুর্গার ও অন্যান্য দেব-দেবীর মুর্তি মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতেও রপ্তানি করা হয়।
√শ্রীভূমি স্পোর্টিং ক্লাব:
![]() |
Durga Puja in Kolkata |
পিএস লেকটাউনের এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুবই সমৃদ্ধশালি পূজার মন্ডপ।এই ক্লাব 2017 সালে বাহুবলির মাহেশমতির মতো বিশাল প্রাসাদের অনুরূপ মডেল তৈরি করে।লাইট, সাজসজ্জা এবং প্রাণবন্ত পরিবেশের সাথে প্যান্ডেলটি অনবদ্য সুন্দর হয়ে উঠেছিল।2018 সালে পদ্মাবত মুভি সাদৃশ্য রাজমহল তৈরি করে মানুষের মন কেড়ে নেয় এই ক্লাব। একটি মানুষের আকর্ষণের একটি বিশেষ স্থান।
√দেশপ্রিয় পার্ক:
![]() |
Durga Puja in Kolkata |
দেশপ্রিয় পার্ক অন্যতম দর্শনীয় দুর্গাপূজার জন্য পরিচিত। কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া কেউই এটি মিস করতে পারেন না।এই প্যান্ডেলটি বছরের পর বছর থাইল্যান্ডের হোয়াইট টেম্পল গুলির মত একটি অনন্য থিম দিয়ে মানুষকে মুগ্ধ করে আসছে। এই বছরেও তাদের প্রস্তুতি চূড়ান্ত।
√মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপূজা:
![]() |
Durga Puja in Kolkata |
কলকাতার প্রাচীনতম ও সমৃদ্ধতম উদযাপন গুলির মধ্যে এটি একটি। 1943 সালে প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি লক্ষ্মী চাঁদ জয়সওগাল দ্বারা শুরু হয়েছিল। এটি যদিও অন্যান্য মন্ডপের থেকে আলাদা তাও শহরের সেরা মন্ডপের মধ্যে অন্যতম বলে জানা যায়।
√বাদামতলা আষাঢ় সংঘ:
![]() |
Durga Puja in Kolkata |
2010 সালে সেরা প্যান্ডেলের পুরস্কার জেতার পর বাদামতলা আষাঢ় সংঘ প্রতিটি পূজো দর্শকেরই কৌতূহলের অংশ হয়ে উঠেছে। এই বছর 2019 সালে তাদের থিম হচ্ছে বিন্দু। বিন্দু দিয়ে কিভাবে সৃষ্টি সম্ভব এটাই তাদের নতুন প্রয়াস,এটি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।
√সুরুচি সংঘ:
![]() |
Durga Puja in Kolkata |
প্রত্যেক বছর ভারতের বিভিন্ন রাজ্যের থিমযুক্ত সৃজনশীল বহিরঙ্গন প্রদর্শনীর সাথে কলকাতার সুপার স্নাকবার নিউ আলিপুর সুরুচি সংঘ দূর্গা প্যান্ডেল মানুষের আগ্রহ এবং কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু।এই পূজাটি 50 বছরেরও বেশি পুরানো 2003 সালে এটি সেরা পূজা প্যান্ডেল এর পুরস্কার পায়।
0 Comments