Durga Puja : Bengali Poem



Bengali Poem
Durga Puja

   আসছে পুজো


আসছে পুজো আসছে পুজো
    বলল বাতাস কানে কানে,
নীল আকাশে মেঘের ভেলা
    বলল গানে গানে।

শিউলি ফুলের পাপড়ি শুধায়
    রঙ মাখবি কে রে,
ভোরের আলো ফুটেই বলে
    আমায় রাঙিয়ে দে রে।

হাসছে দেখো খেত জুড়ে ওই
    কাশফুলের দোলা,
ঢাকের তালে নাচবে বলে
    তার সকল হৃদয় খোলা।

একে একে উঠছে ফুটে
    পদ্মফুলের দল,
দশভূজার উৎসবে তারা
    করবে কোলাহল।

আসছে উমা, মায়ের কোলে
    মায়ের যে তর সয়  না
দোকান বাজার- শপিং মলে
   ভিড় তো আর কমেই না।

শরৎ নিজের ডালি খুলে
    দিচ্ছে প্রকৃতি রাঙিয়ে,
আসছে পুজো, আসছে পুজো
    খুসির লাবন্য ঝরিয়ে।