Bengali Poem : Bengali Romantic Poem Shayari 2019
![]() |
Bengali Poem |
আজ আমি শান্ত,
গভীর এক নদীর মতন!
আজ আমি অচেনা শব্দ;
রাত পাখির স্বরের মতন।
আজ আমার রাস্তা চলা-
হাজার লোকের ভিড়ে;
এক রাশ কোলাহল আর,
গানকে সঙ্গী করে।
আজ আমার ক্যানভাসে
অজানা তুলির আঁকা;
এক পশলা বৃষ্টির জন্য
জানলা খুলে রাখা।
আমার ডায়েরির পাতায় পাতায়
না লেখা কবিতার উঁকি,
জীবনের রেখাটা বোধহয়
আরও আঁকিবুঁকি।
গোধূলি-নদীর ভেলায় চড়ে
আমি নিঃসঙ্গতার খোঁজে,
দিগন্তের লাল রেখাটা
মন ছুঁতে চাইছে যে।
আজ আমি চলেছি আবার
নতুন স্বপ্ন নিয়ে,
নতুন এক ঊষার আলোয়
নিজেকে রাঙিয়ে।।
0 Comments