Bengali poem: Bengali romantic poem

Amar Ghore Kalboisakhi

Bengali poem
Bengali poem



আজ কালবৈশাখী,
আমার ঘরে এসেছে কোন-
    সুদূরের কালবৈশাখী!
আমার জানলায় ঝড়ের
    চিঠি ওড়ে,
বৃষ্টির ফোঁটা জানলায়
    আছড়ে পড়ে;
আমার চুলের মতো
   মনটা নিয়ে
       কানাকানি করে।
আমার ছায়াটা ওই উড়ে গেল-
   ঝড়ের বেগে,
অতি কম্পমান প্রদীপের আলোয়
তোমার ছায়া হবার আবেগে!
  আমার সর্বাঙ্গ সিক্ত
       কোন সে কবির ছোঁয়ায়,
কার তিষ্ণার্ত নিঃশ্বাস পড়ে
       আমার চোখের পাতায়!
  আজ কালবৈশাখী,
আমার ঘরে এসেছে কোন-
    সুদূরের কালবৈশাখী।


            ________