Bengali Love Poem-
“দেখা হবে আবার"
![]() |
Bengali Love Poem |
আজ লিখে যাই এ নাম,
রেখে দিও তুমি স্মৃতির পাতায়;
জানি ফিরে আসতে হবে নতুন বেশে
সেই পুরনো ঠিকানায়!
সেদিন হতাশ হব না-
নামের পাশে তোমায় না দেখে
কারণ.... আজকের দেখা তোমাকে
মিশিয়ে দিলাম এ নামে!
যদি তুমি আগে ফেরো,
আমায় দেখবে এ নামে..
পালে যখন বাতাস লাগবে,
গোলাপের পাপড়ি গুলো ঝরে পড়বে-
নিঃশ্বাস নিতে নিতে;
তখন চোখ আটকাবে তোমার এই নামে,
যা আমি আজ লিখে গেলাম—
“দেখা হবে আবার।”
———————
0 Comments