Rabindranath Tagore
Quotes (Part-5)
|রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ জীবনে মানুষ যা- কিছু হারায় তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড়ো; সমস্ত কান্নার সমুদ্র পেরিয়েও তার পার আছে; এইজন্যেই সে কাঁদে, নইলে কাঁদতও না।
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ সমস্ত অসহ্য দুঃখের ভিতর দিয়েও আমার মনের মধ্যে একটা মুক্তির আনন্দ জাগুক। চেনাশোনা হল; বাহিরকেও বুঝলুম, অন্তরকেও বুঝলুম। সমস্ত লাভ- লোকসান মিটিয়ে যা বাকি রইল তাই আমি।
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ বিরহে যে মন্দির শূন্য হয় সে মন্দিরের শূন্যতার মধ্যেও বাঁশি বাজে; কিন্তু বিচ্ছেদে যে মন্দির শূন্য হয় সে মন্দির বড়ো নিস্তব্ধ, সেখানে কান্নার শব্দও বেসুরো শোনায়।
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ ভালোবাসা যেখানে একেবারে মিথ্যা হয়ে গেছে সেখানে কান্না যেন সেই মিথ্যাকে বাঁধতে না চায়।
![]() |
Rabindranath Tagore Quotes |
0 Comments