Rabindranath Tagore
Quotes (Part-4) |
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ গড়ে তোলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও, অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় তার সিকি পয়সা বাজে খরচ করতে নেই।
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ মা যেমন নিজের গয়না দিয়ে তার প্রত্যেক মেয়েকে সাজিয়ে দেয়, আজ তেমনি এমন একটা দিন এসেছে যখন সমস্ত পৃথিবী প্রত্যেক দেশকে আপন গয়না দিয়ে সাজিয়ে দিচ্ছে।
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ জোর কি শুধু আস্ফালন, শুধু খামখেয়াল, জোর কি এইরকম অসংকোচে পায়ের তলায়- কিন্তু এ- সমস্ত তর্ক করা কেন? ঝগড়া করে তো যোগ্যতা লাভ করা যায় না।
![]() |
Rabindranath Tagore Quotes |
✒️___ সত্যেরও উপরে কোনো- একটা মোহকে প্রবল করে রাখবার চেষ্টা এ আমাদের মজ্জাগত দাসত্বের লক্ষণ। চিত্তকে মুক্ত করে দিলেই আমরা আর বল পাই নে।
![]() |
Rabindranath Tagore Quotes |
0 Comments