![]() |
Durga Puja Poem |
Bengali Romantic Poem |
Durga Puja Poem:
শরৎ এসে গেছে
পাঁচিল ঘেরা বদ্ধ ঘরে
আর লাগে না ভালো,
কাদা মাখা রাস্তা পেরিয়ে
শরৎ যে এসে গেল।
হাতে তার ঢাকের কাঠি
বাজছে মধুর সুরে,
কাশফুলেরাও মেলা বসালো
রাখালের খেত জুড়ে।
শিউলি ফুলের গন্ধে পূর্ণ
উষার আলোর রঙিন ডালা,
ভোর পথিকের মনেতে আজ
দেয় যে খুশির দোলা।
কুমোর শিল্পীরা ব্যস্ত বড়
নেই কোনো বিশ্রাম,
মন্ডপেতে ভিড় লেগেছে
হাজার আলোর সরঞ্জাম।
এত উৎসাহের মাঝে
এসে গেছে আশ্বিন মাস,
দেবী দুর্গার আগমনে তাই
সকলের মনে আনন্দের উচ্ছাস।
----------
0 Comments