একটা পুরানো গল্প শোন। একটা লোক রাস্তা চলতে চলতে একটা বুড়োকে তার দরজার গোড়ায় বসে থাকতে দেখে সেখানে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলে— ‘ভাই অমুক গ্রামটা এখান থেকে কতদূর?’ বুড়োটা কোনো জবাব দিলো না। পথিক তখন বার বার জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু বুড়ো তবু চুপ করে রইল। তখন পথিক বিরক্ত হয়ে আবার রাস্তায় গিয়ে চলবার উদ্যেগ করলে। তখন বুড়ো দাঁড়িয়ে উঠে পথিককে সম্বোধন করে বললে, ‘ আপনি অমুক গ্রামটার কথা জিজ্ঞাসা করছিলেন- সেটা এই মাইল-খানেক হবে।’ তখন পথিক তাকে বললে, ‘ তোমাকে এই একটু আগে কতবার ধরে জিজ্ঞাসা করলাম, তখন তো তুমি একটা কথাও কইলে না— এখন যে বলছ, ব্যাপারখানা কি?’ তখন বুড়ো বললে, ‘ঠিক কথা। কিন্তু যখন জিজ্ঞাসা করছিলেন, তখন চুপচাপ দাঁড়িয়েছিলেন, আপনার যে যাবার ইচ্ছে আছে, ভাব দেখে বোধ হচ্ছিল না— এখন হাঁটতে আরম্ভ করেছেন,তাই আপনাকে বললাম।’
হে বৎস এই গল্পটা মনে রেখো। কাজ আরম্ভ করে দাও, বাকি সব আপনা-আপনি হয়ে যাবে।
0 Comments