Rabindranath Tagore Quotes
(Part-1)|
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
✒️___ বিধাতার তুলিতে সাহস আছে, যাকে তিনি ভালো- দেখতে করতে চান তাকে সুন্দর করা দরকার মনে করেন না।
✒️___ শুধু শিশুবয়সে নয়, সকল মানুষ গল্পপোষ্য জীব। তাই পৃথিবী জুড়ে মানুষের ঘরে ঘরে, যুগে যুগে, মুখে মুখে,লেখায় লেখায়, গল্প যা জমে উঠেছে তা মানুষের সকল সঞ্চয়কেই ছাড়িয়ে গেছে।
✒️___ সবাই বলে, ‘সময়ের মূল্য আছে।’কেউ বলে না, ‘সময় অমূল্য।’
✒️___ কালের গতিকে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট।
✒️___ জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়াই ভালো।
 |
| Rabindranath Tagore Quotes |
✒️___
মানুষ যে কেবল নিজের মধ্যে আছে তা নয়, সকলে তাকে যা জানে সেই জানার মধ্যেও সে অনেকখানি আছে।
 |
| Rabindranath Tagore Quotes |
✒️___
মানুষের প্রত্যেকের মধ্যে সত্যের একটি বিশ্বরূপ আছে, আবার সেই সঙ্গে তার একটি বিশেষ রূপ আছে।
 |
| Rabindranath Tagore Quotes |
✒️___
মানুষের আর- একটি প্রাণ আছে, সেটা শারীর- প্রাণের চেয়ে বড়ো- সেইটে তার মনুষ্যত্ব। এই প্রাণের ভিতরকার সৃজনীশক্তিই হচ্ছে তার ধর্ম।
 |
| Rabindranath Tagore Quotes |
✒️___
সকল মানুষেরই "আমার ধর্ম' বলে একটা বিশেষ জিনিস আছে। কিন্তু সেইটিকেই সে স্পষ্ট করে জানে না।
 |
| Rabindranath Tagore Quotes |
✒️___ হাতের কাছের জিনিসটাই যে সবচেয়ে দূরের সে ক'জন লোক জানে, অথচ নিশ্চিন্ত হয়ে থাকে।
0 Comments