Bengali Poem- স্বাধীনতা | Independence
Bengali Poem- স্বাধীনতা
স্বাধীনতা ............
মানে দাসত্ব জীবনের মুক্তির কথা
স্বাধীনতা ..........
প্রকৃতির সঙ্গে প্রাণের মিলন গাথা।
স্বাধীনতা .......
মানুষে-মানুষে প্রেমের ভাষা
স্বাধীনতা ......
ন্যায়ের একটুকরো আশা।
স্বাধীনতা .........
সে তো ধর্ম নিরপেক্ষতা
স্বাধীনতা ........
তোমার আমরা অধিকারের সাম্যতা।
স্বাধীনতা ......
পরস্পরের প্রতি সম্মান
স্বাধীনতা .....
দেশের প্রজারা সব সুখবান।
স্বাধীনতা ...........
সে তো নির্ভয়ে পথ চলা
স্বাধীনতা ....
চোখে চোখ রেখে কথা বলা।
স্বাধীনতা .......
মানে নারী-পুরুষ সমান
স্বাধীনতা ........
একই বাড়িতে হিন্দু -মুসলমান।
স্বাধীনতা .......
মানে ক্ষমতার লড়াই শেষ
স্বাধীনতা ............
মানে মানবতার উন্মেষ।
- মুক্তধারা
0 Comments