Bengali Romantic poem- শ্রাবণ
![]() |
Bengali Romantic Poem- শ্রাবণ |
অঝর বর্ষনে বাদল ঘনিয়া আসে,
থই থই করে বারি শ্যামবর্ণ আকাশে..
শিরোপরে বিশাল গগন, বিস্তৃত জলধর;
বিষাদে মুখ লুকায়ে প্রভাবশালী রবিকর..
নৃত্য করে বৃক্ষরাজি আনন্দে হয়ে মত্তহারা,
বৃক্ষশাখে ভর করে পবন করে আসা-যাওয়া..
তটিনী তরঙ্গ লয়ে বয়ে চলে ধরিত্রী মাঝে,
ক্লান্তবিহীন ক্ষান্ত মনে থামতে সে তো জানে না যে..
মেঘবর্ষনে বিক্ষিপ্ত চঞ্চল চপলা সুন্দরী,
পতনশীল ভুবনমাঝে লাগে পুষ্পমঞ্জরী..
শান্ত পৃথিবী উঠেছে মেতে ধ্বংস করতে ধরণীবুক,
ধ্বংসের শেষে সৃষ্টির শুরু, ভরে উঠবে নতুন সুখ।
_________________
0 Comments