Bengali Poem- বৃষ্টি ভেজা 'আমি '

Bengali Poem- বৃষ্টি ভেজা 'আমি'
স্মৃতিগুলো এলোমেলো
আজও মনে পড়ে যায়,
কত যে হাজার কথা
বৃষ্টিতে ভিজে যায়!
আছে কিছু অনুভব,
আর পাওয়ার আনন্দ;
থেকে গেছে আরও কিছু
না পাওয়ার দ্বন্দ্ব!
বৃষ্টি ভেজা শরীরে আজ
আবার আমি সবুজ;
একটুখানি পাগলামি আর
অনেকখানি অবুঝ!
বৃষ্টির শব্দে যেন তাই
মনের কথা শুনতে পাই;
এই মুষলধারায় আজ
আমার ‘আমি’কে খুঁজে বেড়াই।
----------------
0 Comments