Bengali Poem and Shayari:

 স্মৃতিকণা


Bengali Shayari



আমি ছোট্ট স্মৃতিকণা,

   নীল সাদা আঁকিবুঁকি

আর, কোনো এক দূরদেশী রাজপুত্রের....

অবাস্তব কল্পনা!


তার ছোট্ট ভেলার সঙ্গীনী আমি,

মেঘলা দিনের দিশেহারা মন-

তার অবচেতনে ফুটে ওঠি আমি

     কল্পনায় সারাক্ষণ!


আমি বর্ষায় ভেজা পাহাড়ি নদী,

কোন সে গিরির বুকের ঝর্ণা;

আর কোনো এক দূরদেশী রাজপুত্রের....

     অবাস্তব কল্পনা।