Bengali Poem-স্মৃতি

ঝুপসি আঁধার নিয়ে যখন
সন্ধে নামে রোজ ?
ইস্কুল থেকে ফিরেই করি
আমার দাদার খোঁজ ।
একটি , দুটি , হাজার তারা
আকাশ তবু কালো ,
যেদিকেই তাকায় কেবলই আঁধার
কোত্থাও নেই আলো ।
বাড়ির দিকে ফিরছে সবে
ক্লান্ত হয়ে লোকে ,
দাদা বলে , " আয়রে ভাই
গল্প শোনায় তোকে। "
গল্প শুনি মন দিয়ে রোজ
যখন বাড়ে রাত ,
মা ডেকে কয় , "আয়রে সব
বসবি খেতে ভাত । "
0 Comments