Bengali Poem-মনের কোণে

জানিনা মনে মনে,
কোথায় সে আছে সংগোপনে....
যায় যদি মন তারই স্রোতে
লুকায়ে পড়ে যে নয়ন কোণে!
জানিনা মনে মনে....
বৃষ্টি মাখা একলা বেলায়-
কোন সে কবির কোন সে খেলায়,
সন্ধ্যারতির দীপের শিখায়
যেন দেখি তারে....
যেন যায় সে ছুটে উর্দ্ধ পানে,
ওই ধূসর রাঙা মেঘের কোনে-
জানিনা মনে মনে..
কোথায়,মন আমার
নিয়ে গেছে সংগোপনে......
--------
0 Comments