Bengali Poem-মনের কোণে


love poem



জানিনা মনে মনে,
    কোথায় সে আছে সংগোপনে....
যায় যদি মন তারই স্রোতে
  লুকায়ে পড়ে যে নয়ন কোণে!
        জানিনা মনে মনে....
বৃষ্টি মাখা একলা বেলায়-
কোন সে কবির কোন সে খেলায়,
সন্ধ্যারতির দীপের শিখায়
      যেন দেখি তারে....
যেন যায় সে ছুটে উর্দ্ধ পানে,
  ওই ধূসর রাঙা মেঘের কোনে-
জানিনা মনে মনে..
  কোথায়,মন আমার
      নিয়ে গেছে সংগোপনে......

       --------

Don't know

    Where is he in the confluence ....

If the mind goes to its own stream

  Eye is hidden in that corner!
         
 
I don't know ...

In the rainy season alone -

Some of the poets plays with him,

The flame of the evening lamp

      Look at him ...

As if he were running high,

  Some of those gray colored clouds -

I don't know.

  Where, the mind is mine

      Taken to the concourse ......