Bengali Poem-স্বপ্নপরী 

                    Love of nature

 


স্বপ্নপরী বলল আসি 
    "এসো রাজ এসো 
ময়ূরকন্ঠী নৌকা চড়ে 
      গৌড়দুয়ারে এসো। 

ফুলশাখাতে দুলবো মোরা 
      দুলবো অনেক্ষন 
দোদুল দোলায় রঙের মেলায় 
        রাঙিয়ে নেবো মন। 

উদাসী মন উধাও হবে 
        রামধনুরই দেশে 
 রামধনু রং ভেলায়  চড়ে 
         বেড়াবো দুজনা ভেসে। 

  পাখির ডানায় ভোর করে মন 
         ফিরিবে দিনের শেষে 
 বৃন্দাবনে যাবো মোরা 
          রাধা কৃষ্ণের বেশে। "

                ______