
Bengali Love Poem-প্রেম
-ভালোবাসিস?
- হ্যাঁ, ভালোবাসি।
-কতটা?
-যতটা ভালো আমি বাসতে পারি ঠিক ততটা।
-অ!! ভাবলাম বুঝি বলবি.. নদী- সমুদ্রের মতন; বা পাহাড় যেমন মেঘকে ভালোবাসে তার মতন!
-কেন! তাদের ভালোবাসা বুঝি অনেক বেশি..
-তাই তো শুনেছি।
-কিন্তু যদি বলি, পাহাড় যেমন মেঘকে ভালোবাসে তার মতন ভালোবাসি.. সেটা যে মিথ্যে বলা হবে!
-কেন! মিথ্যে কেন?
-মেঘ পাহাড়ের গায়ে বৃষ্টি ঝরিয়ে নিজের সমস্ত অস্তিত্ব পাহাড়কে দিয়ে দেয়.. কিন্তু পাহাড় তো দেয় না.... তাহলে আমি কি করে পাহাড়ের মত ভালোবাসব!
-তাই বুঝি! তাহলে তুই কি চাস?
-আমি! আমি চাই দুজনের অস্তিত্ব প্রেমের মধ্যে মিশে যাক.. তাতে যেন কাওকে বিলীন হতে না হয়! মুক্তির হোক জয়.. সেই আমার প্রেম।
-ইস!! শেষ কথাটা তো ভুল বললি..
-Oho..sorry
সেই আমাদের প্রেম।।
----------
0 Comments