Bengali Poem-জীবনতরী
চলো খেলি আজ সত্যি মিথ্যে খেলা,
বললো আমায় ডেকে- আমার স্কুল বেলা;
কল্পনা বাস্তব করে একাকার..
ছুটি কেবল ছুটি সারাবেলা!
মেঘের কোনে যাই সকলে..
মনে আনন্দ ছলছলে-
গানের টানে হারিয়ে গিয়ে;
ফিরি সাঁঝের বেলা!
যদি পড়ে শেষ দাগ,
মুক্তির ধুলোয় ভেজে- সত্যি মিথ্যের পাতা....
তবু আমি বলি, শেষ হয়নি খাতা!
যাতে রচিত হবে,
আরও ছোটার, আরও ঘটার ঘটনা!
তাই বলে বাড়বে কি যাতনা..;
হয়তো হ্যাঁ, হয়তো না!
তাই বলে করব না সুখের সাধনা....
কারণ আমি জীবনের পথিক,
পথিক আমি আলোর পথের--
আঁধার পথে চলার বন্ধু আছে সাথের!
জানি আমি- লিখে যাব,
শেষ করব খাতা..
থাকবে তাতে তোমার-আমার
জীবনতরীর কথা।।
----------
0 Comments