Bengali Poem-দিব্যরুপিণী

I see again and again in the courtyard of my mind
In the face of a young woman,
The callus goes hand-drawn
On the way to the river.
White foot tenderness
Touched the bow,
It's like that by the side of More
"Diyarupani" is walking.
I heard the wind whistle
The sound of "Nupur" playing
It is as if the voice of "Bhuban Jyoti"
that Spread the word of love.
Dense black eyes on the star
Smile of affection
Than dreaming on the canvas of the mind
Draw pictures of his love.
Bengali Poem-দিব্যরুপিণী
মনের আঙিনায় দেখি বারেবারে
এক তরুণীর মুখকে ,
কলস হাতে আঁকাবাঁকা পথ ধরে
চলেছে নদীর দিকে।
শুভ্র চরণের কোমল আঘাত
ধরণীকে স্পর্শ করেছে ,
মোর পাশ দিয়েই যেন সেই
দিব্যরূপিণী হাঁটিছে।
বায়ুর হিল্লোলের মাঝেই শুনি
বাজছে নুপুর ধ্বনি
যেন ভুবন জ্যোতির ডাক শুনিয়ে
ছড়ালো প্রেমের বাণী।
ঘন কৃষ্ণ চক্ষু তারকায়
স্নেহের হাসি মাখা
মনের ক্যানভাসে স্বপ্নের তুলিতে
তার ভালোবাসার ছবি আঁকা ।
___________
0 Comments