Poem on nature - No need to be fooled in the air | 

                              বাতাসে মুর্ছিত হতে নেই


Poem on nature
Poem on nature

 

 No need to be fooled in the air

It's midnight 
The moonlight falls in front; 
This life is a big mystery Behind the Depression- 
The night is moving towards dawn! 
Yet the commotion is now asleep. 
They don't see, 
they don't hear - 
The dawn of the night! 
They are just dreaming. 
In the night ahead 
The wind helped; 
I understand - 
The bindings of Banyan tree becomes loser... 
Will run out by invisible force!         
But no ...
They stayed the same 
Because they know, 
Don't be fooled in the air! 
They just looked a little busy ..       
How far in the night

 

 বাতাসে মুর্ছিত হতে নেই

এখন মাঝরাত,
সামনে চাঁদের আলো পড়ে আছে;
এ জীবন বড়ো রহস্যময়
উদাসীনতাকে পিছনে ফেলে-
রাত এগিয়ে চলছে ভোরের দিকে!
তবু কোলাহল এখন নিঃস্তব্ধে ঘুমিয়ে আছে..
তারা দেখছে না, শুনছে না-
রাত ভোরের দ্বন্দ্ব!
তারা কেবল স্বপ্ন দেখছে।
রাতের এগিয়ে যাওয়াতে 
হাওয়া সাহায্য করল;
মনে হল বুঝি অশ্বত্থ পাতা গুলো-
বাঁধন হারা হয়ে
অদৃষ্টের চালে বেরিয়ে পড়বে!
        কিন্তু না,
তারা তেমনই রইল আগের মত
কারণ তারা জানে,
বাতাসে মুর্ছিত হতে নেই!
তারা কেবল একটু ব্যস্ত হয়ে দেখছিল..
      রাত কতদূর এগোলো।